1. info@www.muktijuddhotelevision.com : NEWS TV : NEWS TV
  2. info@www.muktijuddhotelevision.com : TV :
সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

নিষিদ্ধ হওয়ার পথে টিকটক, মার্কিন কংগ্রেসে বিল পাস

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। স্থানীয় সময় শনিবার বড় ধরনের দ্বিদলীয় সমর্থন নিয়ে এই বিলটি পাস হয়েছে।

রয়টার্সে প্রতিবেদন অনুযায়ী, টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার প্রতিনিধি পরিষদে একটি বিল তোলা হয়। পরে এর ওপর ভোটাভুটি হলে ৩৬০-৫৮ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। এই বিলটি এখন কংগ্রেসের উচ্চক্ষ সিনেটে পাঠানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে সিনেটের ভোট হতে পারে। সেখানে অনুমোদন পেলে বিলটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। তিনি সই করলেই তা আইনে পরিণত হবে। আর একবার আইনে পরিণত হয়ে গেলে টিকটক যদি যুক্তরাষ্ট্রের কাছে মালিকানা না বেচে দেয় তাহলে আমেরিকায় অ্যাপটি নিষিদ্ধ হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির মতো ব্যবহারকারী রয়েছে। এত ব্যবহারকারী থাকলেও বহু দিন ধরেই অ্যাপটি নিয়ে আপত্তি করে আসছে ওয়াশিংটন। টিকটকের কারণে মার্কিন জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন অভিযোগ তুলে অ্যাপটি নিষিদ্ধের দাবি করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। এই দাবির পেছনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা যেমন রয়েছেন তেমনি বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারাও সমর্থন দিচ্ছেন। ফলে এবারের বিল পাসের মাধ্যমে টিকটক নিষিদ্ধের আন্দোলনে তারা আরও এক ধাপ এগিয়ে গেলেন।

তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স বলছে, আমেরিকার এমন সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন হবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, এটি দুর্ভাগ্যজনক। প্রতিনিধি পরিষদের এই নিষেধাজ্ঞা বিল যুক্তরাষ্ট্রের ১৭ কোটি নাগরিকের মতপ্রকাশের অধিকারকে ক্ষুণ্ন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মুক্তিযুদ্ধ টেলিভিশন